কুমিল্লায় পহেলা বৈশাখ উদযাপন

 

  প্রতিনিধি।  মঙ্গল শোভাযাত্রায় মধ্যে দিয়ে কুমিল্লায় বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়। শুক্রবার সকাল ১০ টায় কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখা থেকে শোভাযাত্রাটি বের হয়।
মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এ সময় নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা শোভাযাত্রায় যোগ দেয়।
শোভাযাত্রা উদ্বোধনের আগে সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার বলেন, ধর্মীয় উন্মাদনা দিয়ে পহেলা বৈশাখকে ঢেকে দিতে চায়। জাতীয় চেতনার উন্মেষ ঘটানোর জন্যে আজকের পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ জাতীয় অনুষ্ঠান। এটি কোন ধর্মীয় অনুষ্ঠান নয়। সকল বাঙালি ঐক্যবদ্ধভাবে এ অনুষ্ঠান উদযাপন করে।
 শোভাযাত্রাটি কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। কুমিল্লা জেলা প্রশাসনের  আয়োজনে বর্ষবরণের ‘মঙ্গল শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ড. আবু জাফর খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুসহ অন্যান্যরা।