কুমিল্লায় বালক-বালিকাদের অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন 

inside post
 প্রতিবেদক।।
তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষে ‘ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, ‘ এ প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লায় বালক-বালিকাদের অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও অ্যাথলেটিকস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার কুমিল্লা ইউসুফ হাই স্কুল মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির  আওতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল। তিনি এ প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার ( রুটিন দায়িত্ব) রিক্তা বড়ুয়া, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, কুমিল্লা ইউসুফ হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বীর ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া। বক্তারা বলেন,  লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চা করতে হবে। খেলাধুলা স্বাস্থ্য ও মন ভালো রাখে। মন ভালো থাকে পড়াশোনায় মনযোগী হওয়া যায়। ভালো শিক্ষার্থী হতে হলে মোবাইল আসক্তি কমাতে হবে।
 সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র।
  উদ্বোধনী  অনুষ্ঠান উপস্থাপন করেন কুমিল্লা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক এ বি এম ওবায়দুল ইসলাম মিয়া।
আরো পড়ুন