কুমিল্লায় বিশ্ব মানবাধিকার দিবসে র‌্যালি

প্রতিনিধি।।
এবারের প্রতিপাদ্য “সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার। এমন শ্লোগানে কুমিল্লায় ৪৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর কান্দিরপাড়ে র‌্যালি ও টাউন হল নগর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন কুমিল্লা জেলা দক্ষিণ জেলা ও মহানগর শাখার সদস্যরা এই র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ এনামুল হক ভূইয়া, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ট্রেজারার অ্যাডভোকেট কাজী মফিজুল ইসলাম, হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের দক্ষিণ জেলার উপদেষ্টামন্ডলীর সদস্য ওবায়দুল ইসলাম বাবর, সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম ও জেলা সমন্বয়ক সফিউদ্দিন লিটন প্রমুখ।
বক্তারা বলেন, আমরা কাজ করব সমাজের সবার মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার দাবি আদায়ের লক্ষে। পাশাপাশি আমরা কাজ করব নির্যাতিত মানুষের জন্য।

inside post
আরো পড়ুন