কুমিল্লার চারটি উপজেলায় ৪০ জনের মনোনয়নপত্র দাখিল

প্রতিনিধি।।
কুমিল্লার চারটি উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল ৪০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা গুলো হচ্ছে লাকসাম,মনোহরগঞ্জ,নাঙ্গলকোট ও মেঘনা। এখানে আওয়ামী লীগের সাথে বিএনপি সমর্থিত কয়েকজন প্রার্থীও রয়েছেন।
লাকসাম উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান লাকসাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. ইউনুছ ভূইয়া, উপজেলা যুবলীগের সদস্য শম্বু সাহা, উপজেলা জাসদের সভাপতি বিকাশ চন্দ্র সাহা। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহব্বত আলী , মোহাম্মদ আলগীর হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ নেত্রী পড়শী সাহা ও মিতা সাহা।
মনোহরগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নান চৌধুরী, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আ’লীগের সদস্য আমিরুল ইসলাম, মো. মনিরুজ্জামান। মহিলা ভাইস চেয়ারম্যান কলেজ শিক্ষক শিরিন আক্তার মুক্তা, বিলকিছ আক্তার।
নাঙ্গলকোটে উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢালুয়া ইউপি চেয়ারম্যানের পদ থেকে সদ্য পদত্যাগ করা নাজমুল হাছান বাছির ভূইয়া, বর্তমান ভাইস চেয়ারম্যান মো: ইউছুফ ভূইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মাজহারুল ইসলাম ছুপু। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মো. তৌহিদুর রহমান মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুর রাজ্জাক সুমন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহা. তৌহিদুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দক্ষিণ জেলা মহিলা আ’ লীগের সদস্য হাজেরা বেগম, তাহরিনা আক্তার, বর্তমান ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী খুরশিদা আক্তার, ছালেহা আক্তার।
মেঘনা উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির আহবায়ক মো. রমিজ উদ্দিন লন্ডনী , জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আ: সালাম,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো; তাজুল ইসলাম ।
ভাইস চেয়ারম্যান পদে মো.রবিন মিয়া, আবুল কালাম, মিলন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকিল মাহমুদ, খলিলুর রহমান খান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের সভাপতি দিলারা শিরিন, নাছরিন সুলতানা. হালিমা আক্তার ও মুক্তা আক্তার।