কুমিল্লার যুবলীগ কর্মী জিলানী হত্যা মামলার তদন্তে পিবিআই

 

আমোদ প্রতিনিধি।।

কুমিল্লার যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী হত্যা মামলার তদন্তের দায়িত্ব বুঝে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার সদর দক্ষিণ থানায় গিয়ে মামলাটির দায়িত্ব (ডকেট) বুঝে নেন পিবিআই, কুমিল্লার সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হত্যা মামলার নতুন তদন্ত কর্মকর্তা পিবিআই, কুমিল্লার পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ।

পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ বলেন, মঙ্গলবার বিকেলে মামলার ডকেট বুঝে পেয়েছি। বুধবার থেকে মামলাটির তদন্ত শুরু করবো। পাশাপাশি হত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের চেষ্টা করা হবে।

উল্লেখ্য-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১১ নভেম্বর নগরীর চৌয়ারায় যুবলীগ কর্মী জিলানীকে কুপিয়ে হত্যা করে একদল সশস্ত্র সন্ত্রাসী। ঘটনার পরদিন তার ভাই ইমরান হোসেন চৌধুরী সদর দক্ষিণ থানায় ৩৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।