কুমিল্লায় আরও ৭৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

 

আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আরও ৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ৭৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৪৩ জন, আদর্শ সদরে সাতজন সদর দক্ষিণ উপজেলায় একজন, বুড়িচং উপজেলায় দুইজন, ব্রাহ্মণপাড়ার একজন, চান্দিনার চারজন, চৌদ্দগ্রামের তিনজন, লাকসামের চারজন, বরুড়ার আটজন, দাউদকান্দির দুইজন, হোমনার একজন, লালমাই একজন ও মুরাদনগর উপজেলার একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজন পুরুষ করোনায় মারা গেছেন। নিহতরা চান্দিনা ও চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। উভয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবাইকে আরও সতর্ক থাকতে হবে। সোমবার পর্যন্ত কুমিল্লায় ১১ হাজার ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৪৬ জন।