কুমিল্লায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যাত্রা

প্রতিনিধি।
১৭ জন সদস্য নিয়ে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর এলাকার শিল্পাঞ্চলের জন্য শিল্প পুলিশের অফিস উদ্বোধন করা হলো। রোববার বিকেলে কুমিল্লা হাউজিং এস্টেটে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির হিসেবে কার্যালয় উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঢাকা হেডকোয়ার্টারের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মো. মাহাবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য এ এফএম আবদুল মঈন,জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, ১০ বিজিবির কুমিল্লার উপ-পরিচালক কর্নেল মারুফুল আবেদীন, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৭ কুমিল্লা পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন, কুমিল্লা ইপিজেডের ডিজিএম জিল্লুর রহমান, বিসিকের ডিজিএম মুনতাসির মামুন, কুমিল্লা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জামাল আহমেদসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঢাকা হেডকোয়ার্টারের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মো. মাহাবুবর রহমান বলেন,ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যাত্রা কুমিল্লার জন্য একটি মাইলফলক। এখন আমাদের অর্থনীতিতে সিংহভাগ আসে শিল্প কারখানা থেকে। সেই শিল্পকারখানার শ্রমিকরা যেন নিরাপদ থাকে, কারখানার মালিক যেন তার পণ্যটি নিরাপদে পৌঁছে দিতে পারে তার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কাজ করে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কেবল মালিক পক্ষের জন্য কাজ করে না, তারা শ্রমিক শ্রেণীর জন্যও সমভাবে কাজ করে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, আমি সম্মিলিত ভাবে সুন্দর কাজে বিশ্বাস করি। আশা করি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সাথে সমন্বিত ভাবে দায়িত্ব পালন করবে। ইন্ডাস্ট্রিয়াল বাহিনীর জন্য শুভ কামনা।