কুমিল্লায় কেন্দ্রে বহিরাগতদের হামলা- ককটেল বিস্ফোরণ, দেশীয় অস্ত্র উদ্ধার –

তৃতীয় ধাপের নির্বাচনে বহিরাগতদের হামলায় এক ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিলো। এ ঘটনা কুমিল্লা দাউদকান্দি উপজেলার  সদর উত্তর ইউনিয়নে। 
inside post
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত ৫০ জন বহিরাগত হেলমেট পরে কেন্দ্রে প্রবেশ করে। এ সময় অন্তত ৩০ টি ককটেল বিস্ফোরণ করে ভীতিকর পরিস্থিতি তৈরি করে।
স্থানীয়  আবদুল সালাম বলেন, ককটেলের আওয়াজে দৌড় দিছি। যারাই ভোট দিতো আইছে হগ্গলে মিল্লা দৌড়ািছি। চারমুইল শুধু ককটেল হুডাইছে।
খবর পেয়ে বিজিবির একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।  এ সময় চাইনিজ কুড়াল,  হকিস্টিক, লোহার পাইপসহ প্রচুর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ওই কেন্দ্রের প্রিসাইডিং জাহাঙ্গীর হোসেন বলেন, হঠাৎ করে বহিরাগতদের হামলা শুরু হয়। এ সময় অন্তত এক ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিলো।  আমি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোট গ্রহণ শুরু হয়েছে।
আরো পড়ুন