কুমিল্লায় পেঁয়াজের অতিরিক্ত দাম রাখায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

 

আমোদ প্রতিনিধি

কুমিল্লায় পেঁয়াজের অতিরিক্ত দাম রাখায় পাঁচ প্রতিষ্ঠানকে ৩২হাজার টকা জরিমানা করা হয়। মঙ্গলবার নগরীর চকবাজারের পাইকারি বাজার ও বিভিন্ন এলাকার খুচরা বাজারে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহাকারী পরিচালক মোঃ আছাদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এছাড়া ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি না করতে মাইকিং করা হয়। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স শাহ পরান ট্রেডার্স, মেসার্স আরিশা ট্রেডার্স, মেসার্স নকুল মোদক ট্রেডার্স, মেসার্স মতিন স্টোর ও মেসার্স রেবতী স্টোর।

সহাকারী পরিচালক মোঃ আছাদুল ইসলামে জানান, বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা সংরক্ষণ না করায় পাঁচটি প্রতিষ্ঠানকে ৩২হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য- কুমিল্লার বাজারের একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়ে গেছে।