কুমিল্লায় ১৬ হাজার মসজিদে ঈদ-উল- আযহার জামাত

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লায় প্রায় ১৬ হাজার মসজিদে ঈদ-উল- আযহার জামাত অনুষ্ঠিত হবে। কুমিল্লা নগরীতে ঈদ-উল-আযহার জামাত মসজিদে আদায়ের সিদ্ধান্ত হয়েছে। কান্দিরপাড় জামে মসজিদে সকাল ৮টায় ঈদ-উল-আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহের খতিব ক্বারি মুফতি ইব্রাহীম আল-ক্বদরি জানান, কান্দিরপাড় জামে মসজিদে সকাল ৮টায় ঈদ-উল-আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লি বেশি হলে একাধিক জামাত হবে।

ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক সরকার সরোয়ার আলম বলেন, কুমিল্লায় প্রায় ১৬ হাজার মসজিদ রয়েছে। সকল স্থানে ঈদের নামাজ স্বাস্থ্যবিধি মেনে আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। নগরীতে করোনায় আক্রান্তের সংখ্যা বেশি হওয়াতে ঈদের জামাত মসজিদে অনুষ্ঠিত হবে। জামাতের সময় মসজিদের কমিটিবৃন্দ নির্ধারণ করবেন। এদিকে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু নগরীতে নির্দিষ্টস্থানে পশু জবাইয়ের জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।