কুমিল্লা কেন্দ্রে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের প্যানেল পরিচিতি

 

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ২০২৩-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি। এ উপলক্ষে সোমবার (১৬ জানুয়ারি ) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), কুমিল্লা কেন্দ্রে ‘বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ’ প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে ওই প্যানেল থেকে সংগঠনের সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো.আবদুস সবুর সভাপতি পদে লড়ছেন।  প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু সম্মানী সাধারণ সম্পাদক পদে লড়বেন। মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী হিসেবে পরিচিত বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ’ প্যানেল থেকে এবারের নির্বাচনে মনোনীত প্রকৌশলীদের পরিচয় করে দেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুজ্জামান। পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবারের নির্বাচনের সভাপতি প্রার্থী আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো.আবদুস সবুর।

বক্তব্যে আবদুস সবুর বলেন, দেশের উন্নয়নে যারা কাজ করছেন তাদের মধ্যে প্রকৌশলীগণ অন্যতম।বর্তমানে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এই অর্জনকে ধরে রাখতে আর নিজেদের জন্য কল্যাণকর কাজ করবে এমন ব্যক্তিদের আইইবির নেতৃত্বে প্রকৌশলীগণকে যোগ্য নেতৃত্ব বেছে নিতে হবে। মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ প্যানেলের প্রকৌশলীগণ নির্বাচিত হলে দেশের সকল প্রকৌশলীদের জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে নিজের অর্জিত দায়িত্ব পালন করবে। তাই এবারের নির্বাচনে আপনাদের সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করছি। আইইবি, কুমিল্লা কেন্দ্রের নেতা প্রকৌশলী রহমত উল্লাহ কবির ও প্রকৌশলী মীর ফজলে রাব্বির  যৌথ সঞ্চালনায় প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভায় বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সকল প্রার্থীরা কুমিল্লা কেন্দ্রের সকল প্রকৌশলীদের কাছে নির্বাচনে তাদের সমর্থন কামনা করেন। অনুষ্ঠানে পিডিবি, পাউবো, এলজিইডি, বাখরাবাদ, শিক্ষা প্রকৌশল, গণপূর্ত, কুমিল্লা পলিটেকনিকসহ কুমিল্লার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত প্রকৌশলীরা অংশ নেন। প্রসঙ্গত, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) নির্বাচনে কুমিল্লা কেন্দ্রসহ সারাদের প্রায় ১৬ হাজার প্রকৌশলী ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। -প্রেস বিজ্ঞপ্তি।