কুমিল্লা নগরীর ২৭হাজার কিশোরী পাবে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকা
প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর ২৭হাজার ৮জন ৫ম থেকে ৯ম শ্রেণী বয়সী কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা দেয়া হবে। আগামী ২৪ অক্টোবর হতে একমাস এইচপিভি টিকা বিনামূল্যে প্রদান করা হবে।
মঙ্গলবার কুমিল্লা সিটি করপোরেশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম। বক্তব্য রাখেন সচিব আশরাফুন নাহার, ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা আবু সায়েম ভুইয়া ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কুমিল্লার মেডিকেল অফিসার ডা. সাবিজা ইয়াসমিন।
এতে বক্তারা আরো বলেন, এইচপিভি টিকা গ্রহণের জন্য অব্যশই অনলাইনে www.vaxepi.gov.bd জন্মনিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।