কুমিল্লা বিএডিসি সেচ কমপ্লেক্সে বৃক্ষরোপণ

অফিস রিপোর্টার।।

inside post

বিএডিসি সেচ কমপ্লেক্স কুমিল্লায় বৃক্ষরোপণ করা হয়েছে। বৃহস্পতিবার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বৃক্ষরোপণ করেন। এসময় কুমিল্লা (ক্ষুদ্রসেচ) সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ‘কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, বিএডিসি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) পূর্বাঞ্চল প্রকৌশলী হরপ্রসাদ সুতারসহ বিএডিসি সেচ বিভাগ, কুমিল্লা অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এছাড়া অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত কুমিল্লার জাংগালিয়াস্থ বিএডিসি সেচ কমপ্লেক্সে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় এসময় অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত করোনা মহামারির মধ্যেও দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে কৃষিক্ষেত্রে বিএডিসি ও সেচ বিভাগের অবদানের প্রশংসা করেন।

আরো পড়ুন