কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গে পাঁচজনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে আরও পাঁচজন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেলের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক নারীসহ পাঁচজন মারা যান। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। মারা যাওয়াদের মধ্যে আইসিইউতে ছিলেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৃত কবির মাহমুদের ছেলে আবদুল হালিম (৬৮) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার আবদুর রশিদের ছেলে টিপু সুলতান (৪৬)। আইসোলেশন ওয়ার্ডে মারা যান, কুমিল্লার বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকার মৃত আবুল হাসেমের মেয়ে নূরজাহান বেগম (৮০), কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর এলাকার আবদুল মজিদের ছেলে মোশাররফ হোসাইন (৫৩) এবং করোনা ওয়ার্ডে মারা যান কুমিল্লার বুড়িচং উপজেলার মৃত হাজী বাক্স আলীর ছেলে নুরুজ্জামান (৮৮)।
উল্লেখ্য, মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১২১ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৬২জন ও করোনা উপসর্গ ৫৯ জন।