ভিডিও ক্লাসের মাধ্যমে ভিক্টোরিয়া কলেজসহ অন্যান্য ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে:এমপি বাহার

আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ডিজিটাল স্টুডিও উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্টুডিওর উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আ. ক. ম. বাহাউদ্দিন বাহার। পুরো অনুষ্ঠান কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে হাজী আ.ক.ম. বাহাউদ্দিন বাহার বলেন, ১৯৭২ সালের এই দিনে কুমিল্লায় এসেছিলেন বঙ্গবন্ধু। ঐতিহাসিক এক দিনে মাইল ফলক স্থাপন করলো ভিক্টোরিয়া কলেজ। আজকে ডিজিটাল স্টুডিও স্থাপনের মাধ্যমে কুমিল্লা তথা বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে। ভিডিও ক্লাসের মাধ্যমে ভিক্টোরিয়া কলেজসহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে। ডিজিটাল বাংলাদেশ স্বপ্নের পথে হাঁটছে ভিক্টোরিয়া কলেজ। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভিক্টোরিয়া কলেজ ডিজিটাল স্টুডিওর শুভ উদ্বোধন ঘোষণা করছি।
এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া, উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, শিক্ষক পরিষদ সম্পাদক (ভারপ্রাপ্ত)মোহাম্মদ শাহজাহান, সাবেক সম্পাদক ও ডিজিটাল স্টুডিও নিমার্ণ কমিটির প্রধান ড. মো. রাজু আহাম্মদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষক জুবাইদা নূর খান।
অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া বলেন, সরকারি ঘোষণার পরপর থেকেই ভিক্টোরিয়া কলেজ অনলাইন ক্লাস শুরু করেছে। উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, অনার্স ও মাস্টার্সসহ সকল বর্ষের অনলাইন ক্লাস চালু আছে। ইতিমধ্যে সাত শতাধিক ভিডিও ক্লাস অনলাইনে রয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করছে। আজকের ডিজিটাল স্টুডিও যাত্রা শুরুর মাধ্যমে আমরা আরও এগিয়ে যাবো।