কুমিল্লা রেল স্টেশনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 প্রতিনিধি।।
কুমিল্লা রেল স্টেশনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কুমিল্লার রেল স্টেশনে শীতার্তদের  মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। কার্যক্রমটি আগামী ১০ বিভিন্ন জেলায় চলমান থাকবে।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম-২ বিভাগীয় সমন্বয়ক ও লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, সংগঠনের কুড়িগ্রাম শাখার সমন্বয়ক নাজমুল ইসলাম নিহাদ, কুমিল্লা সদর শাখার সভাপতি মোঃ রাজু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আইমান, সহ সাংগঠনিক সম্পাদক আনিস আয়ান, অর্থ সম্পাদক আকিব হোসেন, দপ্তর সম্পাদক সামি আবদুর রহমান , প্রচার সম্পাদক আবদুল্লা আবু সাঈদ, সদস্য মাহি, সামিউল, হিরা চৌধুরী প্রমুখ।

inside post

জিয়া উদ্দিন আয়ান বলেন, সদস্যদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ প্রতিষ্ঠার পর থেকে গত ১৪ বছর দেশের সিংহভাগ জেলায়  মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, দুর্নীতি প্রতিরোধে  শিক্ষার্থীদের সচেতনতার পাশাপাশি  প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি শীতার্ত ও বন্যার্তসহ যে কোনও প্রাকৃতিক দুর্যোগ- মহামারিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে। প্রতিবছরের মতো এ বছরও শীতার্তদের মাঝে কম্বল এবং  শীতবস্ত্র বিতরণ করছে সংগঠনটি।

আরো পড়ুন