মুক্তিযোদ্ধাকে জুতার মালা গলায় পরিয়ে লাঞ্ছিতের নিন্দা জাসদের
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ২৪ ডিসেম্বর এক বিবৃতিতে চৌদ্দগ্রামে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জামায়োতের জুতার মালা পরিয়ে লাঞ্চিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে। জাসদের বিবৃতিতে বলা হয়, চৌদ্দগ্রামে বীরমুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, যে মেটিক্যুলাস ডিজাইনে মুক্তিযুদ্ধের নাম, নিশানা, চিহ্ন, ইতিহাস, স্মৃতি, স্মারক ধ্বংস করে ২৪ দিয়ে ৭১কে মুছে ফেলা হচ্ছে তারই অংশ হিসাবেই মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতির ধারকরা চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে বাংলাদেশকে লাঞ্ছিত করেছে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে এবং পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের অভিযানে নেমেছে। জাসদের বিবৃতিতে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ রাষ্ট্রের প্রতি আস্থাশীল সকল দেশপ্রেমিক ব্যক্তি ও মহলকে প্রতিবাদ ও প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে শামিল হবার আহবান জানানো হয়।-প্রেস বিজ্ঞপ্তি |