কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুর্ঘটনায় নিহত-২ আহত-১

অফিস রিপোর্ট
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ফুলগাছ তলায় ট্রাকের সাথে  মোটরসাইকেলের মুখোমুখি  দুর্ঘটনায় আরিফ (১৭)  ইরফান (১৪) নামে দুই  কিশোর নিহত হয়েছেন। ঘটনায় মোটরসাইকেল থাকা  ও জীবন দাস (১৭) গুরুতর আহত হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
নিহত আরিফ ব্রাহ্মণপাড়া উপজেলার লাড়ুচৌ গ্রামের ব্যবসায়ী মো শরীফ মিয়ার ছেলে এবং
 দেবিদ্বার পশ্চিম পোমকড়া এলাকায় ইরফান হোসেন। । ইরফানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাচাতো ভাই মো সাইদুল।
অপর  আহত হলেন দেবিদ্বার উপজেলার মুগসাইর গ্রামের দুলাল দাসের ছেলে জীবন দাস।
ও তাকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরতর।
স্থানীয়দের বরাত দিয়ে দেবিদ্বার থানার পুলিশ জানায়, রোববার বিকেল ৩ টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ফুলগাছ তলায় একটি মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল  চালক আরিফ মারা যায়। ইরফারনে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।  আহত জীবনকে  চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে তার অবস্থাও আশংকাজনক জনক বলে জানা গেছে। এসময় স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে।
দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন, ‘একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেলটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে দুর্ঘটনাটি ঘটে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে৷ মামলা প্রক্রিয়াধীন।