কুমেক হাসপাতালে পোর্টেবল এক্স-রে মেশিন প্রদান এমপি বাহারের

অফিস রিপোর্টার।।

কুমিল্লা মেডিকেল কলেজ(কুমেক) হাসপাতালের করোনা ইউনিটে পোর্টেবল এক্স-রে মেশিন ( মোবাইল এক্স-রে মেশিন) দিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় পোর্টেবল এক্স-রে মাশিনটি নিজস্ব অর্থায়নে প্রদান করেন এমপি বাহার। বুধবার সকালে কুমিল্লা মুন্সেফবাড়ি কার্যালয়ে কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মুজিবুর রহমানের হাতে পোর্টেবল এক্স-রে মেশিন তুলে দেন তিনি। কুমিল্লা মেডিকেল কলেজের করোনা ইউনিটের রোগীদের চিকিৎসা আরো দ্রæত করতে চিকিৎসকদের চাহিদা অনুযায়ী এটি দেওয়া হয়। এক্স-রে মেশিনটি প্রদান কালে এমপি বাহার বলেন, কুমিল্লা মেডিকেল কলেজের করোনা ইউনিটে প্রতিদিনই নতুন সরঞ্জাম দেওয়া হচ্ছে, প্রতিটি বেডে হাই ফ্লো নজেল ক্যানোলা সংযোজন করা হয়েছে, আইসিইউ বেড বাড়ানো হচ্ছে।

 

কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, পোর্টেবল এক্স-রে মেশিনটি করোনা রোগীদের চিকিৎসায় অত্যন্ত গুরত্বপূর্ণ। রোগীদের অক্সিজেন লাগানো থাকা অবস্থায় বেড থেকে নড়াচড়া করতে সমস্যা হয়, তাই এই পোর্টেবল এক্সরে মেশিনটি রোগীর কাছে নিয়ে গিয়ে বেডে থাকা অবস্থায় এক্স-রে করা যায়।