গোমতীর অষ্টমী স্নানোৎসবে পূণ্যার্থীদের ঢল

অফিস রিপোর্টার।।
সনাতন ধর্মালম্বীরা পাপ মুক্ত হওয়ার আশায় কুমিল্লা আড়াইওরা সার্বজনীন কালীবাড়ি ও মহাশ্মশান ঘাটের পাশের গোমতী নদীতে অষ্টমী স্নানোৎসবে অংশ নেন।
জানা যায়- সোমবার ১৫ এপ্রিল বিকেল ৪টা ২১ মিনিট ০১ সেকেন্ড অষ্টমী স্নানোৎসব আরম্ভ হয় এবং মঙ্গলবার বিকাল ৪টা ৫৬ মিনিটে পূজার মাধ্যমে শেষ অষ্টমী স্নানোৎসব। লগ্ন শুরুর পরই আড়াইওরা সার্বজনীন কালীবাড়ী ও মহাশ্মশান ঘাটে জেলা বিভিন্ন উপজেলা হতে আগত হাজারো পূণ্যার্থী ভিড় জমান। এই উপলক্ষে শ্মশানের দু’পাশে মেলা বসে। মেলায় মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইসিটি সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন- সনাতন ধর্ম্মালম্বীরা পাপ মোচনের আশায় অষ্টমী তিথিতে স্নান করে মন্ত্র উচ্চারণ করে ব্রহ্মার কাছে কৃপা চায়। এ স্নানের ফলে ব্রহ্মার সন্তুষ্টি লাভের মাধ্যমে পাপমোচন হয়। তিনি আরও বলেন- এ বছর পহেলা বৈশাখ ও বাসন্তী পূজা একসাথে হওয়ায় পূজারী ও দর্শণার্থীর ছিলো চোখে পড়ার মতো।

inside post
আরো পড়ুন