গোমতীর পাড়ের নির্মল পরিবেশে ধ্যানে ডুবে যায় কিশোররা!

গোমতীর পাড়ের নির্মল পরিবেশে ধ্যানে ডুবে যায় কিশোররা! তারা এই সময় কল্পনায় তুলে আনে ভালো মানুষ হওয়ার মনছবি। কোয়ান্টাম ফাউন্ডেশন কুমিল্লা শাখা  বিগত কয়েক বছর ধরে কিশোরদের নিয়ে বিশেষ প্রোগ্রাম করে আসছে। এরই ধারাবাহিকতায় বিশ্ব মেডিটেশন দিবসে  কিশোররাও গোমতী নদীর পাড়ে বিশেষ প্রোগ্রাম করে।’ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’- এ প্রতিপাদ্যে কুমিল্লায় বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে।

 

কিশোরদের মধ্যে শুদ্ধাচার,নৈতিকতাবোধ ও মূল্যবোধ গড়ে ওঠার পাশাপাশি লেখাপড়াও যাতে ভালো রেজাল্ট করতে পারে সে জন্য এই কার্যক্রম হাতে নেয়া হয়।

প্রোগ্রামের মূল বিষয়বস্তু ছিল মেডিটেশন,শ্রদ্ধেয় গুরুজী-মা’জীর বাণী ও অটো সাজেশন চর্চা। প্রোগ্রামটিতে কুমিল্লা শাখার ৫১ জন শিশুকিশোর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-  প্রতি শুক্রবার সকাল ৯ টায় কুমিল্লা শাখায় কিশোরদের নিয়ে বিশেষ সাদাকায়ন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। শিশু কিশোররা যাতে ভাল ছাত্রের পাশাপাশি ভালো মানুষ হয় এটাই এই কার্যক্রমের উদ্দেশ্য।-প্রেস বিজ্ঞপ্তি।