চাঁদপুরে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

 

চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর ।।
চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেট টুনার্মেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ছয়টি দল নিয়ে ২৫ নভেম্বর বুধবার সকালে এ টুনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামিন।

টুনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। উদ্বোধনী দিনের খেলায় ভাই ভাই স্পোর্টিং ক্লাবের কাছে ৫ উইকেটে হেরেছে চাঁদপুর শেখ রাসেল ক্রীড়া চক্র।

উদ্বোধনী দিনের খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চাঁদপুর শেখ রাসেল ক্রীড়া চক্র। তারা ১৯ ওভার ২ বলে ৯ উইকেটে ৮৯ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে সব্বোচ আলাউদ্দিন ২১ বলে ৩১ রান করেন। বল হাতে ভাই ভাই ক্লাবের আল রাহাত সাকিব ৪ ওভারে ১ মেডেনসহ ৬ রানে ৪ টি এবং নকিব ২ ওভারে ৩ রানে ২ টি উইকেট নেন।

ভাই ভাই স্পোটিং ক্লাব ৯০ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে বামে। তারা ১৮ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে ৯৩ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে আলাউদ্দিন ৩২ বলে ৩৪ রান ও অধিনায়ক কামরুল ২০ বলে ১৯ এবং বাবু ২৯ বলে ২০ রান করেন। বল হাতে শেখ রাসেলের পক্ষে সবুজ ও মাসুম ২টি করে উইকেট নেন। আম্পায়ারের দায়িত্ব পালন করেন সুখন ও জয়নাল আবেদীন।

উদ্বোধনী দিনের খেলায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) স্নিগ্ধা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোঃ মোতালেব, জেলা ক্রীড়া সংস্থার সদস্য তপন চন্দ, ভাই ভাই ক্লাবের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান খান বাদল, কোয়াবের জেলার সাধারণ সম্পাদক পলাশ সোম প্রমুখ।

ক্যাপশান- চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুনামেন্টের উদ্বোধনী দিনের খেলায় অতিথিদের সাথে জয়লাভকারী ভাই ভাই স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ও কমর্কতাগণ।