চাঁনকে গ্রেফতারের দাবীতে সরব কুমিল্লা আওয়ামীলীগ

আমোদ রিপোর্ট। রাজশাহী বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁন প্রকাশ্যে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার বিকেলে সরব ছিলো কুমিল্লা জেলা ও মহানগর আওয়ামীলীগ ।

inside post

পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নগরীর রামঘাটস্থ দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা। তারপরেই নগরীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল হয়।
প্রতিবাদ সমাবেশে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত সহ মহানগর আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় নেতৃবৃন্দরা বলেন রাজশাহীর বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁন কে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

প্রতিবাদ সভা শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল কুমিল্লা মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমীকলীগ, যুব মহিলালীগ, ছাত্রলীগ সহ মহানগর আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মহানগর আওয়ামীলীগের পরেই কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগ নগরীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন।

আরো পড়ুন