চান্দিনা পৌরসভা নির্বাচন ‘জগের পানিতে নৌকা ভাসবে নাকি ডুববে?’

মহিউদ্দিন মোল্লা

inside post

চান্দিনা পৌরসভা নির্বাচন শনিবার ১৬জানুয়ারি অনুষ্ঠিত হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে কুমিল্লা জেলায় একমাত্র পৌরসভা হিসেবে চান্দিনা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলাবাসীর দৃষ্টি এই নির্বাচনের দিকে।
স্থানীয় সূত্র জানায়,নৌকা প্রতীক ও জগ প্রতীকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। কারণ নৌকা প্রতীকের প্রার্থী নতুন। জগ প্রতীককে আওয়ামী লীগের অন্য গ্রুপ সহযোগিতা করছেন। দুই প্রতীকের প্রার্থীর সমথকদের মাঝে একাধিকবার সংঘর্ষও হয়েছে। এদিকে আলোচনা চলছে, জগের পানিতে নৌকা ভাসবে নাকি ডুববে?

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. শওকত হোসেন ভূইয়া, জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ্ মো. আলমগীর খাঁন, স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের চান্দিনা বাজারের ব্যবসায়ী মো. শামীম হোসেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী জামশেদ আহম্মদ জাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী কাজী রেজাউল করীম। এই নির্বাচনে ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০জন প্রার্থী এবং ৩টি সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭জন প্রার্থী। মেযর প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ¦ মো. শওকত হোসেন ভূইয়া, বিএনপি প্রার্থী মো. আলমগীর খাঁন এবং স্বতন্ত্র প্রার্থী হাজী মো. শামীম হোসেন আলোচনায় রয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান হাবীব জানান, নির্বাচন ঘিরে ২ প্লাটুন বিজিবি, র‌্যাব-১১ এর ৩টি টিম, আনসারের ১শত ৩৫ জন সদস্য কাজ করবেন। নির্বাচনের দিন ৪ শত ৫০ জন পুলিশ সদস্যের ৩ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার গ্রহণ করেছে জেলা পুলিশ। ভোট গ্রহণের লক্ষে ইতোমধ্যে ১৫জন প্রিজাইডিং অফিসার, ৯২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১শত ৮৪ জন পুলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনের দিন ১৫টি কেন্দ্রের সবগুলোতেই একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
১৪.২ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় মোট জনসংখ্যা ৫৫ হাজার ৯০০ জন। মোট ভোটার ৩১ হাজার ৮৪৮জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৬৭৮জন, নারী ভোটার ১৬ হাজার ১৭০জন।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) সরাসরি নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করবেন। এছাড়া জেলা পুলিশ এর পক্ষ থেকে ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৫ জন সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ ৩ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থায় ৪শত ৫০জন পুলিশ সদস্য নির্বাচনে কাজ করবেন। তিনি আরও জানান ১৫টি কেন্দ্রের মধ্যে সবগুলোকেই ঝুঁকিপূর্ণ ধরে নিয়ে আমরা কাজ করছি।

আরো পড়ুন