‘চৌদ্দগ্রামে আড়াই মাসে ঘর ছেড়েছেন ৩৪জন কিশোরী’
প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গত আড়াই মাসে ঘর ছেড়েছেন ৩৪জন কিশোরী। তাদের অধিকাংশ ৮ম ও ৯ম শ্রেণীতে পড়ে। থানায় তাদের অভিভাবকরা অভিযোগ করায় এই তথ্য জানা গেছে। এই সংখ্যা আরো বেশি হতে পারে। তাদের ৩২জনকে উদ্ধার করা হয়েছে। এদের অধিকাংশ প্রবাসীর সন্তান। তাদের মধ্যে এক কিশোরীকে উদ্ধার করতে পুলিশকে ১৭জেলায় কাজ করতে হয়েছে। কারণ সে দ্রুত স্থান বদল করে ফেলতো। এছাড়া এখানের তরুণ কিশোর সমাজ মাদকে আসক্ত হচ্ছে। পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করছে। তাই অভিভাবকরা থানায় অভিযোগ নিয়ে আসছেন। এসব কথা বলেন, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার-উজ জামান।
তিনি চৌদ্দগ্রাম উপজেলা ফুলকলি কালচালার সেন্টার(সিএফসিসি) ও ফুলকলি সঙ্গীত একাডেমীর উদ্যোগে জাতীয় সংগীত প্রতিযোগিতা, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন,বাবা প্রবাসে কষ্টকর জীবন যাপন করে টাকা পাঠান, সেই টাকায় সন্তান বিলাসিতা করে। বাবা প্রবাসে থাকলেও মায়েদের আরো সচেতন হতে হবে। সন্তান সন্ধ্যার পরে বাসার বাইরে যায় কিনা। কার সাথে মিশে? মোবাইল ফোনের অপব্যবহার করে কিনা তার খবর নিতে হবে।
শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী চৌদ্দগ্রাম ক্যাম্পের উপ-অধিনায়ক লেঃ ইশান। সিএফসিসি’র প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইউসুফ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার-উজ জামান, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব এডিটর সা. মো. মছিহ্ রানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাহিদুর রহমান, ডায়নামিক সিএন্ডএফ চেয়ারম্যান জসিম উদ্দিন ভুঁইয়া, প্রমিনেন্ট লিভিং লিমিটেডের চেয়ারম্যান ইসমাইল হোসেন চৌধুরী। আবদুর রব লাভলুর পরিচালনায় এ সময় আরও বক্তব্য মুন্সিরহাট ডিগ্রি কলেজের অধ্যাপক মফিজুর রহমান, চৌদ্দগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ টিপু সুলতান, রেনেসা একাডেমীর চেয়ারম্যান নুরুল আমিন, মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন মজুমদার। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।