চৌদ্দগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও সমাবেশ
উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি করেছে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদল। বুধবার(১ জানুয়ারী) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার থেকে ট্রেনিং সেন্টার এলাকা প্রদক্ষিণ করে। কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক আবুল হাসনাত মিয়া মোঃ জোবায়ের। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু। উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসানের সভাপতিত্বে, ছাত্রদল নেতা আবির আবদুল্লাহ চৌধুরী ও ফায়জুল ইসলাম অনিকের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা ড. জয়নুল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অলি আহমেদ মেম্মার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মুজমদার মুক্তু, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী, মোঃ ছলিম উল্যাহ টিপু, সহ-সাধারন সম্পাদক এনামুল হক ছুট্টু, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ শাহনেওয়াজ মজুমদার, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম, উপজেলা তাঁতীদলের সভাপতি ইব্রাহিম খলিল, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, ফরিদ খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হৃদয়।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা বলেন, শেখ পরিবারে কোন মুক্তিযোদ্ধা নেই। আ’লীগের ইতিহাস পালিয়ে যাওয়ার ইতিহাস। গত ১৭ বছর আ’লীগ বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। জাতীয়তাবাদী দলের আন্দোলনে তাদের সেই উদ্দেশ্য নস্যাৎ হয়েছে। দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। জাতীয়তাবাদী দল কোন ষড়যন্ত্রে পা দেবে না। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আগামীতে বিএনপিই সরকার গঠন করবে।