চৌদ্দগ্রাম কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।
বিআরডিবি’র আওতাভুক্ত চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৫৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়।

চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন।
চৌদ্দগ্রাম ইউসিসিএ সভাপতি আলী আশ্ববের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মঈন আহম্মদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল হুদা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও বিএরডিবি’র জুনিয়র অফিসার তামান্না ফেরদৌস।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমিতির সদস্যের উপস্থিতিতে বার্ষিক আয় ব্যয়ের হিসেব তুলে ধরেন সভাপতি আলী আশ্বব।