টাইফয়েড টিকা নিবন্ধনে সারাদেশে শীর্ষে চৌদ্দগ্রাম

প্রতিনিধি।।

দেশে চলমান টাইফয়েড টিকা নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা। ডিজিটাল নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ১ লাখ ২৮ হাজারেরও বেশি শিশুর নিবন্ধন হয়েছে এই উপজেলায়।
সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।
চৌদ্দগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সমন্বয় সভায় মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী বলেন, নিবন্ধন করা যাবে টিকাদান কার্যক্রম চলার শেষদিন পর্যন্ত। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সার্বিক সহযোগিতায় আমরা উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বারবার তাগাদা দিয়েছি শিক্ষার্থীদের নিবন্ধিত করার জন্য। স্বাস্থ্য সহকারী, পরিদর্শকরা নিবন্ধনে সবাইকে উদ্ভুদ্ধ করেছেন। ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ও ১লা নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা দেয়া হবে কমিউনিটিতে।