ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্ররা

 

inside post

হাসিবুল ইসলাম সজিব।।
পরীক্ষা দিতে এসে ছাত্রদের হাতে আটক হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহবায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুম। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন ছাত্র জনতা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পরীক্ষা ভবনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে হামলার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়াও স্থানীয় ও বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের নানান সময় হুমকি দিতেন এই ছাত্রলীগ নেতা। সকাল ১০টায় এলএলবি ফাইনাল পরীক্ষা শুরু হয়। ৩০ মিনিট পর ছাত্রজনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এলএলবি পরীক্ষা কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক রতন আলী বলেন, পরীক্ষা শুরু পর কয়েকজন ছাত্র তাকে বাইরে নিয়ে যায়। তিনি ছাত্রলীগ ছিলেন নাকি অন্য কিছু তা জানি না। আমি পরীক্ষার ডিউটিতে ছিলাম।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, এক ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিয়েছে ছাত্র জনতা। নিয়মিত মামলায় তাকে আসামি করে কারাগারে পাঠানো হবে।

আরো পড়ুন