জেল হত্যা দিবসে ভিক্টোরিয়া কলেজের নানা কর্মসূচী

আবু সুফিয়ান রাসেল।।

জেল হত্যা দিবসে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। পহেলা নভেম্বর অধ্যক্ষের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছে ভিক্টোরিয়া কলেজ। সকাল ১০ টায় ডিগ্রি শাখায় হৃদয়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হবে। বেলা ১১ টায় অনলাইনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আ. লতিফ ভূঁইয়া।

 

প্রসঙ্গত, ১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগের চারজন জাতীয় নেতা।  সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক বাংলাদেশী প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান হত্যাকাণ্ডের স্মৃতি স্বরণার্থে এ দিবস পালন করা হয়।