টিটু ও প্রাণ গোপাল সমর্থকদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত চান্দিনা

 

প্রতিনিধি।।

চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল ইসলামের দুর্নীতির অভিযোগ সংক্রান্ত ‘কাগজপত্র দুদক থেকে ছিড়ে ফেলার বক্তব্য’ দিয়ে বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন চান্দিনা এমপি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। এ ঘটনা ছিল গত ৪ জানুয়ারির। এবার দলীয় কোন্দল ও আগামি সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রসঙ্গে এমপি অনুসারী কয়েকজনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ফেসবুক লাইভে আসা এমপি অনুসারীদের বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রয়াত এমপি অধ্যাপক আলী আশরাফকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠছে। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাথে স্থানীয় এমপি প্রাণ গোপাল দত্ত ও তার অনুসারীদের বিরোধ আরও চরম আকার ধারন করেছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি চান্দিনার দোল্লাই নবাবপুর এলাকায় উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. গিয়াস উদ্দিনের শোক সভায় চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে নির্বাচনের মনোনয়ন প্রসঙ্গে টিটু তার বক্তব্যে বলেন, ‘ এটা ছিল উপনির্বাচন, সামনে কঠিন নির্বাচন হবে,তৃণমুলের বাইরে শেখ হাসিনা কখনো ডিসেশান নেন না, ২০২৪ সালের নির্বাচনেও নেবেন না, সেই নির্বাচনে আমরা মাঠে থাকবো-থাকবো।’ টিটুর এ বক্তব্যের এক দিন পর চান্দিনা উপজেলা কৃষক লীগের সভাপতি মনির খন্দকার, মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান সেলিম প্রধান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু , সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আলমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে ফেসবুক লাইসে এসে বক্তব্য রাখেন। এতে প্রয়াত এমপি আলী আশরাফকে জড়িয়েও বিভিন্ন মন্তব্য করা হয়। আগামী নির্বাচনের মনোনয়ন প্রসঙ্গে মনির খন্দকার লাইভে এসে বলেন, প্রধানমন্ত্রী ভুল করবেন না, আমার মনে হয় না টিটুকে নৌকার মনোনয়ন দেয়া হবে।’ টিটুকে হুশিয়ারী দিয়ে তিনি আরও বলেন, ‘প্রাণ গোপাল এমপির বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তোমাকে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।’ এমন মন্তব্যে বিষয়ে মনির খন্দকার সাংবাদিকদের বলেন, ‘টিটু এমপি প্রাণ গোপাল এমপি বিরুদ্ধে বক্তব্যের জবাবে আমি এসব কথা বলেছি।’ তবে মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে যিনি নৌকা পাবেন, তাঁর পক্ষে আমরা ঐক্যবব্ধ থাকবো।’

ভাইরাল হওয়া বক্তব্যের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের প্রত্যেকটি সভায় আমরা স্থানীয় এমপিকে আমন্ত্রণ জানালেও তিনি আমাদেরকে (সভাপতি-সেক্রেটারি) কোন সভায় ডাকেন না। আমরা চাই সাংসদের সাথে দূরত্ব কমিয়ে আনতে, অপর দিকে তিনি (সাংসদ) চান দূরত্ব বাড়াতে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু বলেন, এমপি’র বেশ কয়েকজন অনুসারী তাঁরই নির্দেশেই ফেসবুক লাইভে এসে পরিকল্পিতভাবে দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রয়াত এমপি অধ্যাপক আলী আশরাফের বিরুদ্ধে মিথ্যাচার করে বক্তব্য দিয়ে দলের মধ্যে বিরোধ ও অস্থিরততা সৃষ্টি করছে। তিনি আরও বলেন, দুদকের কাগজ ছিড়ে ফেলার কথা বলে একজন এমপি আওয়ামী লীগেরই ভাবর্মূর্তি ক্ষুন্ন করেছেন। তিনি (এমপি) দলে বিভক্তি সৃষ্টির পর ইউপি ও জেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের পরাজয় বরণ করতে হয়েছে। মামলা-হামলার ভয়ে প্রায় সহস্রাধিক নেতাকর্মী ভয়ে বিদেশ চলে যেতে বাধ্য হয়েছেন।   ডা. প্রাণ গোপাল এমপি বলেছেন, স্থানীয় নির্বাচনে তিনি হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই। এসব তথ্য সঠিক নয়। তিনি আরও বলেন, তিনি চান্দিনায় আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন।