ডা. ফেরদৌস খন্দকার একজন আলোকিত মানবতার সেবক – অধ্যক্ষ মহিউদ্দিন লিটন


সংবাদ বিজ্ঞপ্তি
ডা. ফেরদৌস খন্দকার সুদূর আমেরিকায় স্থায়িভাবে বসবাস করলেও তাঁর দেশপ্রেম, মাতৃভুমি, মাতৃভাষার প্রতি ভালবাসা ও সম্মান দেখানো প্রশসংনীয়, ইতিমধ্যে তিনি বিনামূল্যে স্বাস্থ্য সেবা, করোকালীন ও বন্যার সময়ে বিপদগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ, ছাএ – ছাএীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, সেলাই প্রশিক্ষণে শেষে সেলাই মেশিন বিতরণ, মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানানোর জন্য কুইজ প্রতিযোগিতা আয়োজন করেন। এ ছাড়াও তিনি কর্মমুখী শিক্ষা বিস্তারের লক্ষ্যে ডা. ফেরদৌস খন্দকার কারিগরি স্কুল প্রতিষ্ঠা করেন তাঁর নিজ গ্রামে।
কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে নিউইয়র্ক শাখার শেখ রাসেল ফাউন্ডেশনের সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠানে অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এসব কথা বলেন।
কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের সভাপতি ও শিক্ষানুরাগী আলহাজ¦ শাহ্ মো. আলমগীর খান,বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলার মহিলা শ্রমিক লীগের আয়শা আলী মুক্তা, কুমিল্লা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন, প্রভাষক মো: হাসান ভূইয়া, মো: নাজমুল হোসাইন খান, মোহাম্মদ মনির হোসেন, নাইমা আক্তার, ফয়েজুল হাসান বাবু, সুফিয়া আক্তার নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার, মিঠুন মজুমদার, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সুনীল চন্দ্র দাস সহ কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ।