‘তরুণরা রাজনীতি বিমুখের কারণ নাগরিক সচেতনতার অভাব ’

কুমিল্লায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের তারুণ্যের মেলা

প্রতিনিধি :
কুমিল্লায় ‘ইতিবাচক রাজনীতির উৎসবে যোগ দিন’ এ শ্লোগানকে সামনে রেখে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর কান্দিরপাড়ের একটি রেস্টুরেন্টে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, মেধাবী তরুণরা রাজনীতি বিমুখের কারণ রাজনীতিবিদরা শুধু দায়ী নয়, এর জন্য নাগরিকদের সচেতনতার অভাব ও সামগ্রিক পরিবেশও দায়ী। দেশকে এগিয়ে নিতে মেধাবী তরুণদের অবশ্যই রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে। এবিষয়ে রাজনৈতিক দল গুলোকেও ভূমিকা রাখতে হবে।


এদিকে গণতন্ত্র, রাজনীতি, নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব, অ্যাডভোকোসিসহ ৮ টি বিষয়ে ফ্রি কোর্স করায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম। ৮ টি কোর্স সম্পন্ন করা শরিফুল আলম চৌধুরী ও সৈয়দ রাজিব আহম্মেদসহ ১৩ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়। অপরদিকে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিবেটিং ক্লাবের সাথে ‘মেধাবী তরুণরা রাজনীতি বিমুখ-এর কারণ রাজনীতিবিদগণ নয়, নাগরিকদের সচেতনতার অভাবই দায়ী’ বিষয়ে প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু, সাধারণ সম্পাদক কোহিনুর বেগম, ডেমোক্রেসি ইন্টরন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন,মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি মাহবুবুল আলম সেলিম, দক্ষিণ জেলা মহিলা দল সভাপতি সাকিনা বেগম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সারোয়ার জাহান দোলন, দক্ষিণ জেলা মহিলা পার্টির সভাপতি জোসনা আক্তার, সাধারণ সম্পাদক জোনাকী মুন্সী, মহানগর যুব মহিলালীগের সভাপতি তাহমিনা আক্তার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার মুন্নী প্রমুখ।