তিন দিনেও গ্রেফতার নেই, উদ্ধার হয়নি ৬২লাখ টাকা

পৌনে দুই কোটি টাকা ছিনতাই  প্রজন্মলীগ নেতার

প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্র ঠেকিয়ে প্রজন্মলীগ নেতা সোহল রানার এক প্রবাসীর পৌনে দুই কোটি টাকা ছিনিয়ে নেয়ার ঘটনার তিন দিনেও কোন আসামি গ্রেফতার হয়নি। উদ্ধার হয়নি ৬৮ লাখ টাকা। বুধবার সন্ধ্যায় এই তথ্য জানান দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক।
সোহল রানা কুমিল্লা সদর উপজেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা মালদ্বীপ প্রবাসী সাইফুল ইসলামের টাকা ছিনতাই করেছিলেন। সাইফুল ইসলাম বাদী হয়ে দাউদকান্দি উপজেলা প্রজন্মলীগ সভাপতি সোহেল রানা ও অজ্ঞাত ৪জনের বিরুদ্ধে ১ কোটি ৭০ লাখ টাকা ছিনতাইয়ের মামলা দায়ের করেন।
সাইফুল ইসলাম বলেন, ঢাকা থেকে জায়গা বিক্রির টাকা নিয়ে রবিবার রাতে কুমিল্লায় ফিরছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে প্রাইভেট কার যোগে ফিরছিলেন। দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা এলাকার মোহন সিন্ডিকেট পেট্র্ল পাম্পে তিনি যাত্রা বিরতি করেন। এখানে অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেন উপজেলা প্রজন্মলীগ সভাপতি সোহল রানাসহ ৫জন।
দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক বলেন, আমরা ১ কোটি ৮ লাখ টাকা সোহেল রানার বাসা থেকে উদ্ধার করেছি। বাকি ৬২লাখ টাকা উদ্ধার ও আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে।