তের বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ,বরণে নানা প্রস্তুতি

মহিউদ্দিন আকাশ ।।
১৩ বছর পর আগামী ২৮ ডিসেম্বর দেশে আসছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ৫ বারের নির্বাচিত সাবেক এমপি ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ)। তাকে বরণ করতে নানা প্রস্তুতি গ্রহণ করেছে নেতাকর্মীরা। এ উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো উপজেলা। এছাড়াও ঢাকায় বিমানবন্দরে সংবর্ধনা জানাতে হাজির হবেন লক্ষাধিক জনতা।

inside post

এ নিয়ে তৃণমূল পর্যায়ে চলছে মতবিনিময় ও সভা-সমাবেশ। এরই ধারাবাহিকতায় বুধবার (২৫ ডিসেম্বর) সচেতন এলাকাবাসীর ব্যানারে উপজেলা সদরে প্রেস ব্রিফিংয়ে কায়কোবাদকে বরণের সার্বিক প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের অবগত করা হয়। এতে লিখিত বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগরের বিভিন্ন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, সেনাবাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো.শাহাজান,অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো.হারুনুর রশিদ,অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হেলাল উদ্দিন, আব্দুস সালাম,নজরুল ইসলাম। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মুন্সী। লিখিত বক্তব্যে ক্যাপ্টেন (অব.) হারুনুর রশিদ বলেন, ২০০৮ এর মঈন-ফখরুদ্দীন সরকারের সাজানো নির্বাচনে যখন সারা দেশেই পরিকল্পিতভাবে ধানের শীষের ভোট নৌকায় গণনা করে আওয়ামী লীগকে জয়ী করা হয়। সে সময়েও আল্লাহর রহমতে মুরাদনগরের আপামর জনতার প্রতিরোধের মুখে কুমিল্লা -(৩) মুরাদনগরে সঠিকভাবে ভোট গণনা করতে বাধ্য হয়। আর সেই নির্বাচনেও ৫ম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হোন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আর সেই বিজয় তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিশ্চিত হয়ে যায় “কায়কোবাদকে সরাতে না পারলে মুরাদনগরে নৌকা বিজয়ী করা সম্ভব নয়। আওয়ামী লীগের প্রধান এজেন্ডা হয়ে যায় কায়কোবাদ ঠেকাও। সে কারণেই ২০১০ সালে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে বিষোদগার করেন এবং বিডিআর হত্যাকাণ্ডের সাথে তাকে জড়িয়ে কল্পিত বক্তব্য দেয়। এরপরই ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় অর্ধযুগ পর পরিকল্পিতভাবে ৩য় চার্জশিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নাম সংযুক্ত করে। কোনো রকম সাক্ষী প্রমাণ ছাড়াই সম্পূর্ণ অন্যায়ভাবে আওয়ামী লীগের অনুগত বিচারক তাকে যাবজ্জীবন কারাদ- দেন। কিন্তুু সত্য কখনও চাপা থাকে না। মহান আল্লাহর রহমতে ছাত্র-জনতার বিপ্লবের পর এ মিথ্যা মামলার রিভিউ শুনানিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ সকল নিরাপরাধ নেতৃবৃন্দ খালাস পান। সেদিন দাদার মুক্তিতে মুরাদনগরের সর্বত্র ছিলো আনন্দের বন্যা। আমাদের প্রিয় নেতা দীর্ঘ একযুগ পর জালিমের জুলুম থেকে মুক্তি পেয়েছেন। এরই মাঝে হারিয়েছেন তার মমতাময়ী মাকে। মায়ের জানাজায় অংশগ্রহণ করার সুযোগটুকুও তাকে দেয়া হয়নি। বরং বিভিন্ন সময়ে তার পরিবারের সদস্যদেরও হয়রানি করা হয়েছে। তার এক ভাইয়ের গাড়িতে হামলা ও আরেক ভাইকে জানাজা থেকে গ্রেফতার করেছিলো ফ্যাসিস্ট সরকার।
তিনি কবে ফিরবেন মুরাদনগরের মানুষ সে প্রতীক্ষায় ছিলেন। আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছবেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সেখান থেকে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও মুরাদনগরে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। ব্রিফিংয়ে জানানো হয় কায়কোবাদকে বরণ করতে কয়কশত গাড়িতে লক্ষাধিক মানুষ ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার আগমনে সেদিন সমাবেশের নগরীতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তবে তার আগমন ঘিরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসররা ইতোমধ্যে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। এ ব্যাপারে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

আরো পড়ুন