দাউদকান্দি ও হোমনা পৌর নির্বাচনে ইভিএমে ভোগান্তি

 

 

 

আমোদ রিপোর্টার।।

 

 

পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার দাউদকান্দি ও হোমনা পৌরসভার নির্বাচন। দাউদকান্দিতে ভোটগ্রহণের শুরু থেকে প্রতিটি কেন্দ্রেই ছিলো ভোটারদের উপচে পড়া ভিড়। ভোটারদের উৎসবে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়

ইভিএম। প্রথমবারের মতো এই পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ইভিএম পদ্ধতিতে। ইভিএমে ভোটগ্রহণ হয়েছে চরম ধীরগতিতে।

 

 

কোথাও কোথাও আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে কষ্ট করতে হয়েছে বৃদ্ধ ভোটারদের।

বাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভোটারদের উপস্থিতি বিদ্যালয়ের মাঠের ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। কিন্তু ভোটগ্রহণ হচ্ছে ধীরগতিতে। উপচে পড়া ভোটারদের বেশিরভাগই নারী। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ভোটারদের সামলাতে হিমশিম খাচ্ছেন।

 

 

ওই কেন্দ্রে পরিদর্শনে এসে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র নাইম ইউসুফ সেইন বলেন, নির্বাচন অনুষ্ঠান উৎসবে পরিণত হয়েছে। তবে প্রতিটি কেন্দ্র থেকেই ইভিএমে ভোট দিতে সমস্যার কথা জানানো হচ্ছে আমাকে। ইভিএমে ভোটগ্রহণ ধীরগতিতে হওয়ায় ভোটররা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে কষ্ট পাচ্ছেন।

 

বেগম আমেনা সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সারি সারি লাইনে ভোটাররা অপক্ষো করছেন ভোট দেওয়ার জন্য। কিন্তু এখানে

ভোটগ্রহণ হচ্ছে ধীরগতিতে। একই অবস্থা দেখা গেছে উত্তর গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও।

 

 

দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে ধানের শীষ প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ সেলিম বলেন, এখন পর্যন্ত নির্বাচন

সুষ্ঠু হচ্ছে। তবে কিছু কিছু কেন্দ্রের বাইরে নৌকার প্রার্থীর লোকজন অবস্থান নিয়েছে। তারা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিয়েছেন। কয়েকটি

কেন্দ্রে আমার এজেন্টদের যেতে বাধা দেওয়া হয়েছে।

 

 

এদিকে হোমনা পৌরসভায়ও ইভিএম জটিলতায় পড়ে ভোটাররা। নির্ধারিত সময়ের পরেও ভোট গ্রহণ করা হয় কয়েকটি কেন্দ্রে।

 

 

এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন বলেন, ইভিএম পদ্ধতি চালু করা হয়েছে একজনের ভোট যেন অন্যজন দিতে না

পারে সেজন্য। অনেক সময় বৃদ্ধ ভোটাররা ইভিএমে আঙুলের ছাপ দিতে ভয় পান বা ঠিকমতো চাপ দেন না। এজন্য অনেকের ক্ষেত্রে একটি ভোট দিতে

৪/৫মিনিটও লেগে যায়। যার প্রভাব পড়ে সকল ভোটারদের উপর। তবে নির্বাচন  শতভাগ সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন তিনি।

 

 

বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, হোমনা এবং দাউদকন্দিতে ভোটাররা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।