দুই সৎ ভাইকে বালিশ চাপায় হত্যা, অপরজনের ফাঁসি

 

inside post

প্রতিনিধি।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় দুই সৎ ভাইকে বালিশ চাপায় হত্যা মামলায় অপর সৎ ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫নং আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন। দণ্ডপ্রাপ্ত আসামি জেলার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালাম ওরফে আবুলের ছেলে আল শফিউল ইসলাম ছোটন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি আসামি মোঃ আল সফিউল ইসলাম ছোটন তার দুই সৎ ভাই মেহেদী হাসান জয় (৮) এবং মেজবাউল হক মনিকে (৬) শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায়। পারিবারিক কলহে বাবার দ্বিতীয় স্ত্রীদের সন্তানদের ছোটন হত্যা করে। এ বিষয়ে নিহতের মা রেখা বেগম বাদী হয়ে মোঃ আল সফিউল ইসলাম ছোটনকে (২৩) আসামি করে ২৭ ফেব্রুয়ারি কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৬ সালের ১ মার্চ পুলিশ আসামিকে গ্রেফতার করে। আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ২০জন সাক্ষীর মধ্যে ১৩জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত।

আরো পড়ুন