‘দেবনাথ মহাশ্মশান’র প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী  অনুষ্ঠান

 

গৌরাঙ্গ দেবনাথ অপু।।
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী  প্রাচীন ‘দেবনাথ মহা শ্মশান’ এর ১৭২-তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বুধবার রাতে  (৩ জুলাই) এক জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শহরের মেড্ডায় তিতাস পাড়ে অবস্থিত দেবনাথ মহাশ্মশান ঘাটে অনুষ্ঠিত উদ্বোধনী ওই অনুষ্ঠানে এই প্রথমবারের মতো সারাদেশের নাথ সম্প্রদায়ের বিশিষ্ট আটজন গুণী ব্যক্তিকে ‘গুণীজন সম্মাননা স্মারক’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে ‘প্রধান অতিথি’ হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিত অতিথিদের মাঝে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া দেবনাথ মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ নাগরিক এডভোকেট মিন্টু ভৌমিক।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের নাথ সম্প্রদায়ের মধ্য থেকে যাঁরা ‘গুণীজন সম্মাননা স্মারক’ পেয়েছেন, তাঁরা হলেন শ্রী শৈলেন্দ্র কুমার অধিকারী অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত), শ্রী নারায়ণ চন্দ্র দেবনাথ অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত), শ্রী মনীন্দ্র কুমার নাথ সহ সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্রীমতি ঝর্ণামণি দেবনাথ
দেশসেরা নারী সাংবাদিক, ডেপুটি চিফ রিপোর্টার, দৈনিক ভোরের কাগজ, বীর মুক্তিযোদ্ধা শ্রী মিলন কান্তি নাথ সভাপতি, যোগী সম্মিলনী, বাংলাদেশ শ্রী জহরলাল দেবনাথ, সাধারণ সম্পাদক, যোগী সম্মিলনী,  বাংলাদেশ, শ্রী বিশ্বম্ভর দেবনাথ, নাথ কল্যাণ সমিতি, ঢাকা, এডভোকেট পলাশ চন্দ্র নাথ সাধারণ সম্পাদক, নাথ কল্যাণ সমিতি, ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ নাগরিক,বিশিষ্ট হ্যোমিও চিকিৎসক ডা. জয়চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানের শুরুতেই মঞ্চের সকল অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র নায়ার কবিরের হাতে প্রথমেই একটি দৃষ্টিনন্দন ‘সম্মাননা স্মারক’ তুলে দেন অনুষ্ঠানের সভাপতি এডভোকেট মিন্টু ভৌমিক।
ছড়াকার রিপন দেবনাথের সহযোগিতায় প্রথম পর্বের অনুষ্ঠানটিতে এডভোকেট মানিক রতন শর্মা ও এডভোকেট জয়লাল বিশ্বাসের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠান মঞ্চে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত  ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব এম এইচ মাহাবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নারী কাউন্সিলর (প্যানেল মেয়র) হোসনে আরা বাবুল, কাউন্সিলর শেখ মো. মাফুজ খান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারী প্রদ্যুৎ নাগ, বিশিষ্ট সমাজসেবক পলাশ ভট্টাচার্য প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেবনাথ মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দেবনাথ।
বক্তব্য রাখেন তিন বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার দেবনাথ, নাজিম উদ্দিন ধনু মেম্বার, কাঞ্চন নাগ, সিনিয়র সাংবাদিক সুভাষ সাহা প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চলনা করেন নবীনগরের কথার সম্পাদক, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।
ব্রাহ্মণবাড়িয়া দেবনাথ মহাশ্মশান এর ১৭২-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের মেড্ডায় অবস্থিত তিতাস পাড়ে তিনদিনব্যাপী এ ধর্মীয় মহোৎসব চলবে ৫ জুলাই শুক্রবার পর্যন্ত। শনিবার ভোরে তিনদিনের এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।