দেবিদ্বারে ডা. ফেরদৌস খন্দকারের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ 

‘শেখ রাসেল ফাউন্ডেশন নিউইয়র্ক  শাখার সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকারের অর্থায়নে দেবিদ্বার উপজেলার বিভিন্ন গ্রামের ১৮০ জন বিধবা ও বিপদগ্রস্থ  মহিলাদের মাঝে  খাদ্য উপহার বিতরণ ও আলোচনা সভা দেবিদ্বার রিয়াজ উদ্দিন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডাঃ ফেরদৌস খন্দকার শুধু দেবিদ্বার, কুমিল্লা বা বাংলাদেশেরই নয়,সারা বিশ্বের  বাংলা ভাষাভাষিদের মাঝে করোনাকালীন গনসচেতনতায় গুরুত্ববপূর্ণ ভুমিকা পালনে অবদান রেখে সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন।
দেবিদ্বার উপজেলার অসহায় দরিদ্র ও কর্মহীন, বিপদগ্রস্থ ও বিধবা মানুষের জন্য একজন আলোক বর্তিকা ও দেবদূতের মতো আভির্ভূত হয়েছেন মানবতার ফেরিওয়ালাখ্যাত এ করোনা যোদ্ধা আমেরিকা প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান, বিশেষ অতিথি ছিলেন সোনার বাংলা কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাবিদ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান,  বাংলাদেশ স্কাউট -কুমিল্লা জেলা রোভারের যুগ্ম-সাধারন সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
 কোভিড-১৯ সেবা’র কন্ট্রোলরুম ইনচার্জ সাহিনূর লিপির সভাপতিত্বে ,কাউছার হায়দার’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
 এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন দেবিদ্বার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহাবুব আলম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট দলের সিনিয়র রোভার মেট রোভার রাসেল সরকার,  নারী উদ্যোক্তা মীতা চৌধূরী, রীমা আক্তার, নূরুন্নাহার, মনিরুল ইসলাম, বিল্লাল হোসেন ডালিম, সফিউল আলম রাজীব প্রমূখ।
আলোচনা সভা শেষে উপস্থিত বিধবা ও বিপদগ্রস্ত  মহিলাদের মাঝে এক বস্তা চাউল,  তিন কেজি পেয়াজ, দুই লিটার তৈল, পাঁচ কেজি আলু, মসুর ডাল দুই কেজি, এক কেজি চিনি, দুই প্যাকেট সেমাই দেওয়া হয়।
— সংবাদ বিজ্ঞপ্তি