`দেবিদ্বার থেকে দু:শাসনের কবর রচনা করতে ঈগল প্রতীকের প্রয়োজন’

 

inside post

দেবিদ্বারে স্বতন্ত্র প্রার্থীকে জাতীয় পার্টির সমর্থন

প্রতিনিধি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদকে সমর্থন দিয়েছেন দেবিদ্বার উপজেলা জাতীয় পার্টির একাংশের নেতা-কর্মীরা।
বুধবার বিকালে পৌরসভার কেন্দ্রীয় মসজিদ মার্কেটে আয়োজিত একটি নির্বাচনী পথসভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজুর নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলার হাজারো নেতাকর্মী আবুল কালাম আজাদের হাতে ফুলের তোড়া দিয়ে সমর্থন দেন।
পথসভার বক্তব্যে অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের নির্দেশে কুমিল্লা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদকে ঈগল প্রতীককে সমর্থন দেওয়া হয়েছে। দেবিদ্বার থেকে দু:শাসনের কবর রচনা করতে ঈগল প্রতীকের প্রয়োজন। ঈগল মার্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা। দেবিদ্বার থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস বন্ধ করতে আগামী ৭ জানুয়ারি সবাইকে ঈগল প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি। স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ জাতীয় পার্টি নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের মূল্যায়ন করব। আগামীর দেবিদ্বার উন্নত, স্মার্ট দেবিদ্বার হিসেবে গড়ে তুলতে আপনাদের একটি করে ভোট দরকার। আপনাদের ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে। পথসভায় আরও উপস্থিত ছিলেন, দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম সওদাগর, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটি সদস্য সচিব মোসলেহ উদ্দিন মোল্লা, দেবিদ্বার উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাভেদ আহমেদ নবী, যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন, মুজিবুর রহমান সরকার, আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবদুল আওয়াল সরকার, দেবিদ্বার পৌর জাতীয় পার্টি আহবায়ক মনিরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

আরো পড়ুন