দেবিদ্বার পৌর শিশু পার্কে গরু চরে

মোহাম্মদ শরীফ।
দেবিদ্বারে পৌরসভার বিনোদন কেন্দ্র মঞ্জুরুল আহসান মুন্সী শিশু পার্ক। কর্তৃপক্ষের অবহেলা ও রাজনৈতিক বৈরিতার কারনে পার্কটি ধ্বংসের পথে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত পার্কটি ২০০৭ সাল থেকে বন্ধ আছে। উপজেলা পরিষদের প্রবেশ পথের ডান পাশে পার্কটির অবস্থান। সরেজমিনে দেখা যায়, পার্কটির একাংশের দেয়ালের ইট খসে পড়েছে। লোহার গ্রিল ভেঙে ঝুলে আছে অযতেœ। এছাড়া পার্কের ভিতরে শিশুদের জন্য তৈরী করা রাইড গুলো কোনো এক অদৃশ্য জাদুতে হারিয়ে গেছে। দীর্ঘদিন বন্ধ থাকায় আগাছা ও ঘাসে ভরে গেছে পার্কটি। এছাড়া কিছু স্থানে গর্ত হয়ে পানি জমে স্যাঁতস্যাঁতে হয়ে আছে।

এই পার্কে এখন গরু চরানো হয়। মঙ্গলবার দেখা যায়, পার্কের ভিতরের আগাছা ও ঘাস খাচ্ছে দু’টি গরু।

অপরদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের শিশু পার্কটি এখন ব্যবহৃত হচ্ছে সিএনজি চালিত অটো স্ট্যান্ড হিসেবে।

 

এই বিষয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, ‘ রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই কাজ গুলো করা হচ্ছে। আমার করা সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। শিশুদের এই বিনোদনের জায়গাটি ধ্বংস করায় আমার বাড়িতে শিশুদের জন্য পার্ক করে দিয়েছি। এখন শিশুরা ওখানে খেলে।’

এই বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উন নবী তালুকদার বলেন, ‘পৌর পার্কের জায়গাটি উপজেলা পরিষদের। এটি একচেটিয়া ভাবে পৌর নামে পার্ক করা হয়েছে। এখানে পার্কটি রাখা হবে কি-না নাকি অন্য কিছু করা হবে এই বিষয়ে উপজেলা পরিষদে মিটিং করেছি। পরবর্তী মিটিংয়ে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিবো।’