দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার প্রতিনিধি সম্মেলন
কুমিল্লা পদুয়াবাজার বিশ্বরোডেঅবস্থিত স্থানীয় একটি হোটেলের কনফারেন্স রুমে শনিবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা ৩০ পর্যন্ত দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার সম্পাদক এম. ফিরোজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্পেশাল পিপি এডঃ নিগার সুলতানা, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, দৈনিক ভোরের সূর্যোদয়ের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক।
আরো উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের সূর্যোদয়ের উপদেষ্টা সম্পাদক ও আর টিভি কুমিল্লা প্রতিনিধি গোলাম কিবরিয়া, বাংলা ভিশন কুমিল্লা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ, কুমিল্লা ৭১ টিভি স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুক
এনটিভি কুমিল্লা প্রতিনিধি জালাল উদ্দিন, একুশে টিভি কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনি,সময় টিভি কুমিল্লা প্রতিনিধি বাহার উদ্দিন রায়হান, এটিএন নিউজের কুমিল্লা প্রতিনিধি খোকন, যমুনা টিভি কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, এসএ টিভি কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, ডিবিসি টিভি কুমিল্লা প্রতিনিধি নাসির উদ্দিন চৌধুরী,
বাংলা টিভির কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান, এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ,ইন্ডিপেন্ডেন্ট টিভির কুমিল্লা প্রতিনিধি তানভীর। দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি শামীম রায়হান,নাঙলকোট প্রতিনিধি মাইনউদ্দিন দুলাল,লালমাই প্রতিনিধি প্রদীপ মজুমদার,দেবিদ্বার প্রতিনিধি শফিউল আলম রাজিব,সদর দক্ষিন প্রতিনিধি মাজহারুল ইসলাম বাপ্পি,চৌদ্দগ্রাম প্রতিনিধি মেহরাব আপি,বাংগারা বাজার প্রতিনিধি মোঃ জুমান আলী, কুমিল্লা আদর্শ সদর প্রতিনিধি সাকলাইন যোবায়ের,বরুড়া প্রতিনিধি বিল্লাল হোসেন খোকন,কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রফিক উদ্দিন
প্রতিনিধিসহ
আরো অনেক।
সম্মেলনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় কুমিল্লা জেলার ১৭ উপজেলার মধ্যে সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি দৈনিক রুপসী বাংলার সদর দক্ষিন প্রতিনিধি হাজী মো. দেলোয়ার হোসেন মজুমদার কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম.ফিরোজ মিয়া তার বক্তব্যে বলেন প্রতি বছর পত্রিকার প্রতিনিধিদের থেকে শ্রেষ্ঠ ৩ জন প্রতিনিধিকে পুরস্কিত করা হবে ও প্রতিনিধিদের পরিবার নিয়ে বছরে একবার পিকনিক করা হবে। দৈনিক ভোরের সূর্যোদয় সবসময় মুক্তি যুদ্ধের চেতনা লালন করে দেশের নিপিড়ীত মানুষের কথা বলবে
এবং সমাজের দর্পন হিসেবে কাজ করবে সাদাকে সাদা এবং কালো কে কালো বলবে।
পত্রিকার ৪ জন প্রতিনিধিকে পুরস্কার প্রদান করা হয়।