`দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং জোরালো করা হয়েছে’
জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক
প্রতিনিধি।।
জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেছেন, দ্রব্যমূল্যে উর্ধ্বগতির কারণে শুধু সাধারণ মানুষ নয় সকল শ্রেণি- পেশার মানুষের মাঝে অসন্তোষ বিরাজ করছে। জেলা প্রশাসন ইতোমধ্যে কুমিল্লার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ বিশেষ করে শাকসবজির উর্ধ্বগতি মেনে নেয়া যায় না। উর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং জোরেলো করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেয়া হয়েছে। এদিকে কুমিল্লার শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে ৭ জনকে আটক করা হয়েছে। বাকি যে কজন রয়েছে তাদেরকেও আটক করা হবে। অগ্নিকাণ্ড রোধে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার ও গ্যাস সিলিন্ডার নিরাপদ স্থানে রাখা বিষয়ে প্রতিটি বহুতল ভবনে মহড়ার ব্যবস্থা করা হবে। বাসস্ট্যান্ড সরিয়ে যানজট নিরসনের ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে। ভাঙাচুরা রাস্তা দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভার শুরুতে বিগত সভার কার্যক্রম ও সিদ্ধান্ত সমূহ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।
আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার আরফাতুল ইসলাম, ১০ বিজিবি কুমিল্লা ব্যাটালিয়ন কমান্ডার ল. কর্নেল মোঃ ইফতেখার হোসেন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, পিপি জহিরুল ইসলাম সেলিম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুবসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা।