নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ শিক্ষার্থীদের ২২ইভেন্টে পুরস্কার

অফিস রিপোর্টার।।
জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের শিক্ষার্থীরা ২২ টি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা পর্যায়ে ৩ টি এবং উপজেলা পর্যায়ে ১৯ টিসহ ২২ টি ইভেন্টে তারা চ্যাম্পিয়ন হয়। কোরআন তেলোয়াত,দেশাত্মবোধক গান,জারি গান,রবীন্দ্র সংগীত,নজরুল সংগীত,উচ্চাঙ্গ সংগীত,লোক সংগীত, উচ্চাঙ্গ নৃত্য,লোক নৃত্য, নির্ধারিত বক্তৃতায় তারা বিজয়ী হয়। কলেজের অধক্ষ প্রফেসর মেজর মিতা সফিনাজ রবিবার এই বিষয়টি নিশ্চিত করেন।
শিক্ষার্থীরা হচ্ছেন, রাকিব হোসেন, সঞ্চিতা সাহা ও তার দল তমা , জান্নাত, হাসিব,শাকিল,আলামিন,রাকিব।
নমিতা মজুমদার ঝিমি, ফারহান সিদ্দিক হাসিব,আল আমিন, তাহ্সীন আউয়াল মজুমদার প্রিথুলা, বিথী রানী দেবী, অনন্যা সরকার বানী ও ফারিহা আক্তার।
অধক্ষ প্রফেসর মেজর মিতা সফিনাজ বলেন, আমরা একাডেমিক শিক্ষার সাথে সহ-শিক্ষা কার্যক্রমকেও উৎসাহিত করি। তাই এই সফলতা এসেছে। আশা করছি শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো ভালো করবে। এদিকে শিক্ষার্থীদের আরো অভিনন্দন জানান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো : শামসুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো: সেলিম শিকদারসহ অন্যান্য শিক্ষকরা।

inside post
আরো পড়ুন