নগর উদ্যানে ১৭৫ শিল্পীর ৭শ’ চিত্রের প্রদর্শনী

আবু সুফিয়ান রাসেল।।

কুমিল্লায় উন্মুক্ত চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। এ বারের প্রদর্শনীতে নবীন প্রবীণ ১৭৫ জন শিল্পীর ৭শ চিত্র প্রদর্শিত হচ্ছে। এ প্রদর্শনী চলবে বৃহস্পতিবার পর্যন্ত। মঙ্গলবার নগর উদ্যানে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রদর্শনীর উদ্বোধন করেন সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কু। প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আমির আলী চৌধুরী, আবৃত্তি জোট কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু ও শিল্পানুরাগী মো. শামসুজ্জামান।

অনুষ্ঠানের আয়োজক সিটি করপোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্র। কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহীন বলেন, আমার বাংলাদেশ শিরোনামে তিন দিন ব্যাপী প্রদর্শনীতে ১৭৫ জন ৪টি করে ছবি জমা দিয়েছেন। এ আয়োজনে বেশীর ভাগ অংশ গ্রহণকারী হলো শিশু কিশোর। প্রদর্শনীতে বেশীর ভাগই গ্রাম বাংলার চিত্র ফুটে উঠেছে। বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।