নানার বাড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

inside post

প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে মোঃ রাব্বি (৮) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। অচেতন অবস্থায় উদ্ধার করা হয় রকি(৭) নামের এক শিশুকে। রাব্বি জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকার হোসেনপুর গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা। রাব্বি ও রকি দুজনই মামাতো ফুফাতো ভাই। ঘটনাটি ঘটেছে শনিবার জগন্নাথদিঘি ইউনিয়নের আতাকরা গ্রামে।
রাব্বির নানা পেয়ার আহমেদ জানান, গত কয়েক দিন আগে রাব্বি তাদের বেড়াতে আসেন। শনিবার দুপুরে রাব্বি এবং রকি পুকুরে গোসল করবে বলে বায়না ধরে। তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন। এক ফাঁকে তারা দু’জন জানিয়ে পুকুরে চলে যায়। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে পুকুরের ঘাটে গিয়ে দেখেন রকি পানিতে ডুবে যাচ্ছিল। আশে-পাশের লোকজন এসে রকিকে উদ্ধার করেন। রাব্বি এর আগে পুকুরের পানিতে ডুবে যায়। রাব্বিকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন