নারী কর্মীকে যৌন নির্যাতনের ঘটনার পর ওসি বদলি

প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় এনজিও’র নারী কর্মীকে যৌন নির্যাতনের ঘটনার একদিন পর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নাজমূল হুদাকে বদলি করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) জেলা পুলিশ সুপার কার্যলয়ের এক আদেশে তাকে বদলি করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) তিনি চান্দিনা থানার দায়িত্ব হস্তান্তর করেছেন।
স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (১৭ মার্চ) সন্ধ্যার পর রাত ১১টা পর্যন্ত চান্দিনা পৌরসভার তুলাতলী এলাকা থেকে এনজিও’র এক পুরুষ কর্মীকে গাছের সাথে বেঁধে বৈদ্যুতিক সক দিয়ে নারী কর্মীকে যৌন হয়রানির ঘটনা ঘটে। এতে ওসি’র উদাসীনতা ও দায়িত্ব অবহেলা পায় জনগণ। স্থানীয় সংবাদকর্মী ও এলাকাবাসীর তোপের মুখে বিষয়টি আমলে নিতে বাধ্য হলেও যৌন হয়রানির ঘটনায় মামলা নেননি। যৌন হয়রানিকারীদের বাঁচাতে ওই ঘটনায় মারামারি ধারায় মামলা নেয় পুলিশ। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি নজরে আনেন জেলা পুলিশ সুপার। ১৯ মার্চ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের স্বাক্ষরিত এক চিঠিতে ওসিকে হোমনা থানায় ২৪ ঘন্টার মধ্যে বদলি করার আদেশ দেন। হোমনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলামকে চান্দিনা থানার দায়িত্ব দেয়া হয়েছে।
এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর জানান, চান্দিনা থানার ওসি’র বদলির আদেশে প্রশাসনিক কারণ দেখানো হয়েছে। বুধবার আমরা আদেশের কপি পেয়েছি, আজ (বৃহস্পতিবার) তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন।
