নিয়ে গেছে টিনের চালা,দরজা-জানালা

 

লুট হওয়া শিক্ষা প্রতিষ্ঠান চালু ৭ বছর পর

প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে লুট হওয়া নানকরা হযরত আয়েশা সিদ্দিকা (রা) মহিলা মাদ্রাসা ৭বছর পর ফের চালু করা হয়েছে। শুক্রবার মাদ্রাসা মিলনায়তনে সংস্কার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ওই আলিম মাদ্রাসার কার্যক্রম শুরু করা হয়। এতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
কুমিল্লা সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ শাহ আলম ভূঁইয়ার সঞ্চালনায় এবং মাদ্রাসার সভাপতি মিজানুর রহমান ভুইয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ শাহাবুদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মজিবুর রহমান ভুঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর জাকির হোসাইন, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আব্দুল্লাহ আল মামুন, সামছুল আলম চৌধুরী সুমন, জহিরুল কাইয়ুম চৌধুরী জসিম, সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম, প্রিন্সিপাল মোখতার আহমেদ প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে শাহাবুদ্দিন আহমেদ বলেন, একটি পক্ষ মাদ্রাসা বন্ধের পর এর চালার টিন,দরজা জানালা খুলে নিয়ে যায়। দীর্ঘ বছর পর আমাদের দেশ রাহু মুক্ত হয়েছে। দ্বীনি প্রতিষ্ঠান ধ্বংসের যারা জড়িত তাদের উপর আল্লাহর অভিশাপ শুরু হয়েছে। আমরা শিক্ষা ব্যবস্থাকে আবারো ঢেলে সাজাবো। যাদের রক্তের বিনিময়ে আমরা এ দেশকে দ্বিতীয়বার স্বাধীন হিসেবে পেয়েছি আমরা তাদের কাছে ঋণী হয়ে রইলাম।