নির্দেশনা না মেনে কুমিল্লায় আওয়ামী লীগ নেতার ইফতার মাহফিল
প্রতিনিধি।
কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের নেতা-কর্মীদের ইফতার মাহফিল না করার নির্দেশনা থাকলেও তা না মেনে কুমিল্লায় ইফতার মাহফিল করার অভিযোগ উঠেছে উত্তর জেলা আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার। বিষয়টি নিয়ে সোমবার তৃণমূল নেতা-কর্মীরা মিশ্র প্রতিক্রিয়া জানান।
জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের নেতাকর্মীদের ইফতার মাহফিল আয়োজন না করার নির্দেশ দিয়েছেন। দলের সভানেত্রীর পক্ষ থেকে একই নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি দলীয় নেতী-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘পবিত্র রমজান মাসে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো কোনো ইফতার মাহফিলের আয়োজন করবেন না। আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন। সেই টাকা দিয়ে দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবেন।
নির্দেশনায় তিনি আরও বলেছেন, আপনারা ইফতারের আয়োজন না করে পার্টির পক্ষ থেকে যারা কষ্টে আছেন, যারা গরিব মানুষ তাদের হাতে খাবার তুলে দিন। দলের সভানেত্রী ও কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে এমন নির্দেশনার দুই দিন পর গত রবিবার বিকালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো .রোশন আলী মাস্টার দেবিদ্বার পৌরসভার মোহনা আবাসিক এলাকায় তাঁর নির্মাণাধীন রোশন ভিলা সংলগ্ন স্থানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার ব্যানারে টাঙ্গিয়ে ইফতার পার্টির আয়োজন করেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী বলেন, তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করেছেন এটা অত্যন্ত দুঃখজনক। আমরা তৃণমূল নেতা-কর্মীরা উনার কাছ থেকে এমন কিছু প্রত্যাশা করিনি।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বলেন, স্বাধীনতা দিবসের আলোচনা সভা ছিল। ওখানে আমার ছেলের পক্ষ থেকে অতিথিদের ইফতার দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক কোন ইফতার পার্টি করা হয়নি।