পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

উপজেলা রিপোর্টার,চান্দিনা।
কুমিল্লার চান্দিনায় খেলার সময় পুকুরের পানিতে ডুবে একই সঙ্গে দুই শিশু বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার পূর্ব পাড়া সামছুক হক ক্বারীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর চাচা খোকন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন মাইজখার গ্রামের সুজন মিয়ার বড় মেয়ে তিন বছর বয়সী সামিয়া আক্তার ও ছোট মেয়ে দেড় বছর বয়সী হামিদা আক্তার। সিএনজি অটোরিক্সা চালক সুজন ও গৃহিনী শারমিন আক্তার দম্পত্তির দুই সন্তান সামিয়া ও হামিদা। একই সাথে দুই সন্তানকে হারিয়ে পাগল প্রায় তারা।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের কোন এক সময়ে সামিয়া ও হামিদ খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাদেরকে বাড়ি দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখে তাদের উদ্ধার করে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করে। এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে সামছুল হক ক্বারীর পুরো বাড়ি।
এবিষয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নাজমুল হুদা জানান- সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিষয়টি দুঃখজনক।

 

 

inside post
আরো পড়ুন